BREAKING NEWS

Friday, May 1, 2020

রায়পুরা নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা : জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

বেসরকারি টেলিভিশন এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানসহ সকল আসামিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে দাবিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবার স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরের হাতে এই স্মারকলিলি প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আহ্বায়ক মেহেদী হাসান রিপন ও সদস্য সচিব মোস্তাফা খান। এ সময় উপস্থিতি ছিলেন রায়পুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সজল ভূঁইয়ার দায়ের করা মামলায় দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
এর আগে গতকাল বৃহস্পতিবার রায়পুরা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ঐক্যমতে ভিত্তিতে আমাদের সময়ের প্রতিনিধি মেহেদী হাসান রিপনকে আহ্বায়ক ও ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফা খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা করা। এই কমিটি তিনদিনে কর্মসূচির ঘোষণা দেন।
জানা যায়, গত ২৩ এপ্রিল চাল চুরি এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে আমিরগঞ্জ যান বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ার টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক বাতেন বিল্পব। তার পূর্বপরিচিতি হওয়ায় ওই প্রতিবেদকের তথ্য সংগ্রহে সহযোগিতা করতে আসেন সজল ভূঁইয়া। এ সময় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানের নিদের্শে ১০-১২ জন কর্মী-সমর্থক মিলে সজল ভূঁইয়াকে মাইক্রোবাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে এনে মারধর করতে থাকেন। এ সময় লাঠি, বইঠা ও রড দিয়ে তার নাকে-মুখে-বুকে-পিঠে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার চারদির পর সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিক সজল ভূঁইয়া বাদী হয়ে রায়পুরা থানায় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার এজারভুক্ত দুই আসামিকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।

Share this:

Post a Comment

 
Copyright © 2020 নরসিংদীর খবর ডট ব্লগ স্পট ডট কম. Designed by Babol