BREAKING NEWS

Saturday, May 2, 2020

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও এক রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক আনসার সদস্য মারা গেছেন।শুক্রবার সকালে তিনি মারা যান। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ঘন্টার ব্যবধানে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই রোগী মারা যান। এ নিয়ে গত ২২ ঘন্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজন মারা গেলেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

 হাসপাতাল সূত্র জানায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের ৫৫ বছর বয়সী আনসার সদস্য বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপতালে ভর্তি হন। তাঁর শ্বাসকষ্ট ও জ্বর থাকায় করোনা উপসর্গ সন্দেহে তাঁকে রাতে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর শুক্রবার সকালে তিনি মারা যান। সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগের ৬ জেলায় শুক্রবার দুপুর পর্যন্ত ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভারতীয় দুই নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।এরমধ্যে ছয় জন রোগী মারা গেছেন। মারা যাওয়া ছয় করোনা রোগীর মধ্যে পটুয়াখালীর ৩ জন, বরগুনায় ২ জন এবং বরিশালে ১ জন।

Share this:

Post a Comment

 
Copyright © 2020 নরসিংদীর খবর ডট ব্লগ স্পট ডট কম. Designed by Babol