করোনার কারণে দুই মাস সব ধরণের ঋণের সুদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ 'সুদবিহীন ব্লকড হিসাবে'
স্থানান্তর করতে বাণিজ্যিক ব্যাকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসেবে স্থানান্তরিত কোনো সুদ
ঋণগ্রহীতাদের থেকে আদায় করা যাবে না। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ
সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। ব্যাংক কম্পানি আইনের ৪৫ ধারার
প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের
সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড
পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প
সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা
হয়েছে। এখন সকল প্রকার ঋণ বা বিনিয়োগের উপর ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত
এই দুই মাসের সুদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশনা
না দেওয়া পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। এরূপ
সুদ ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।
কোনো ব্যাংক ইতোমধ্যেই কোনো ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে তা
রিজার্ভ এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসেবে রক্ষিত সুদ
সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে। সুত্রঃ কালের কন্ঠ
Sunday, May 3, 2020
করোনার কারনে দুই মাস সকল ঋণের সুদ স্থগিত
Posted by মোঃ রহমত উল্লাহ , নরসিংদী on May 03, 2020 in বাংলাদেশের খবর | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment