দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং
মৃত্যু কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে
সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ
নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল
ছেড়েছেনে। এর মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৬২৪ জন আর ৪৩৯ জন ঢাকার বাইরের
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ
হওয়ার তথ্য এখানে নেই।
যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার ৫৫২ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭৭ জন। মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়। আগের দিন ৫ হাজার
৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে
৮১ হাজার ৪৩৪ জনের নমুনা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Sunday, May 3, 2020
আজ করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৬৬৫, মৃত্যু বেড়ে মোট ১৭৭ জন মোট সুস্থ ১০৬৩ জন
Posted by মোঃ রহমত উল্লাহ , নরসিংদী on May 03, 2020 in করোনা ভাইরাস বাংলাদেশের খবর | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment