নরসিংদীতে গত বুধবার পাঠানো নমুনায় নতুন ২০জন করোনায় আক্রান্ত রোগী
সনাক্ত হয়েছে। মঙ্গলবার পাঠানো নমুনায় বেলাব উপজেলায় আক্রান্ত রোগী ১জন
সনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার (৭ মে ) পর্যন্ত নতুন
আক্রান্ত নরসিংদী সদর উপজেলার ১৩ জন (এর মধ্যে ২ জন পুরাতন রোগী আবার আত্রান্ত হয়েছে বলে জানা যায়), পলাশে (জিনারদী ইউনিয়নের)-৭জন সহ মোট
আক্রান্ত ২০৩জন।
এ পর্যন্ত সর্বমোট ১২৮জন সুস্থ্য হয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৭৬জন। নরসিংদী
জেলায় এ পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট-১৪৫৫ জনের। নরসিংদী
জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মোট করোনায় আক্রান্ত নরসিংদী সদর
উপজেলায়-১১১, সুস্থ্য-৭৩জন, শিবপুরে আক্রান্ত-১৮, সুস্থ্য-৩, পলাশ উপজেলায়
আক্রান্ত-১৭, সুস্থ্য-২জন, মনেরহরদীতে আক্রান্ত-৫, সুস্থ্য-৫জন, বেলাব
উপজেলায় মোট আক্রান্ত-২৫, সুস্থ্য-২৩জন ও রায়পুরা উপজেলায় আক্রান্ত-২৭,
সুস্থ্য-২২জন।
নরসিংদী স্বাস্থ্য বিভাগের পাঠানো নমুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে
২জন, প্রকৃত পক্ষে মৃত্যুর সংখ্যা ৩জন। নরসিংদী জেলা সিভিল সার্জন
কর্যালয়ের তথ্য অনুযায়ী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝের চর এলাকার নূর
মোহাম্মদ (৫০) নামে একজন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজ বাড়িতে
মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী শহরের ভাগদী মহল্লার
আমজাদ হোসেন (৪৮) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতাল
এর আইসিউতে মৃত্যুবরন করেন।
এ ছাড়া শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরন করেন আমির হোসেন। আমির হোসেন (৪৫) পাইকারচর ইউনিয়নের
পুরানচর গ্রামের মৃত হানিফ প্রধান এর ছেলে । আমির হোসেন এর শরীরে করোনা
উপসর্গ দেখা দিলে গত ১৭এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ উদ্যোগে ঢাকা
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি হন। সেখানে পরীক্ষা করা হলে তার করোনা
পজেটিভ রিজাল্ট আসে।
Friday, May 8, 2020
নরসিংদীতে নতুন ২০ জনসহ করোনায় আক্রান্ত-২০৩, সুস্থ্য-১২৮, মৃত-৩জন
Posted by মোঃ রহমত উল্লাহ , নরসিংদী on May 08, 2020 in করোনা ভাইরাস নরসিংদীর খবর | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment