BREAKING NEWS

Friday, May 1, 2020

খুব শিগগিরই খুলছে মসজিদে হারাম ও নববী, শুরু হবে হজ্জও

খুব শিগগিরই খুলছে মসজিদে হারাম ও নববী, শুরু হবে হজ্জও মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দ্রুত সময়ের মধ্যে হজও শুরু হবে বলে জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস।
আগামী জুলাই মাসের শেষ দিকে শুরু হবে চলতি
বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে করোনাভাইরাসের
কারণে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের
বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট
ড. আব্দুলরহমান আল-সুদাইস জানান, দ্রুত সময়ের
মধ্যে হজও শুরু হবে। এছাড়া মসজিদে হারাম
ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়া হবে।

সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদপ্তরের
প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের প্রধান খতিব
শাইখ ড. আবদুর রহমান সুদাইস জানান, খুব
শিগগিরই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ
মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। মসজিদুল
হারামের প্রধান এই ইমাম বলেন, ‘আল্লাহর
হুকুমে খুব শিগগির মুসল্লিদের জন্য
মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।’

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে মসজিদ
দুইটিতে থার্মাল স্ক্যানার বসানো হয়।
থার্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের
মধ্যে নির্ভুলভাবে একসঙ্গে ২৫ জনের শরীরের
তাপমাত্রা স্ক্যান করতে পারবে।

এগুলো বিরতিহীন কাজ করে ও প্রত্যেকের জন্য
রিয়েল টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়।
উচ্চমানে এই থার্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য
স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ
এবং সেভ করে রাখতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে সৌদি
আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম
ও মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত
তারাবি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া
মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার
আয়োজনও স্থগিত রয়েছে। (সূত্র- সৌদি গেজেট)

Share this:

Post a Comment

 
Copyright © 2020 নরসিংদীর খবর ডট ব্লগ স্পট ডট কম. Designed by Babol