নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত
হয়েছেন। তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আছেন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।
শহীদুজ্জামান
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন
করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিকুল ইসলাম আতিক আজ শুক্রবার রাতে বলেন, গত পরশু (বুধবার) শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর
তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে,
তিনি করোনা পজেটিভ।
৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন।
নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মুহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের
অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ
সদস্য। উল্লেখ্য, আজ শুক্রবার
পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। শুক্রবার সকাল
৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০
জন হয়েছে। এর বিপরীতে ১৪ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ
হয়েছেন।
Friday, May 1, 2020
বাংলাদেশের সংসদ সদস্য সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত
Posted by মোঃ রহমত উল্লাহ , নরসিংদী on May 01, 2020 in করোনা ভাইরাস বাংলাদেশের খবর | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment