কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ বৃহস্পতিবার (১৪ মে) নতুন করে আরও ০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ। তিনি ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।
গত ১১/০৫/২০২০ তারিখে ভৈরব উপজেলার করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে আজ ৭ জনের রিপোর্ট পজিটিভ এবং ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ভৈরব উপজেলা থেকে মোট ৫৪৫ জনের নতুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৫৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। তাছাড়া গত ১২ মে এবং ১৩ মে'র সংগ্রহকৃত নমুনার রিপোর্ট এখনো পেন্ডিং আছে।
Friday, May 15, 2020
ভৈরবে নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন, মোট আক্রান্ত ৫৯ জন।
Posted by মোঃ রহমত উল্লাহ , নরসিংদী on May 15, 2020 in করোনা ভাইরাস | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment